স্বাস্থ্য অধিদফতরের চার কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
|
![]() সংগৃহীত ছবি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের চার কর্মকর্তাকে বদলি করে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (পার ২) আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের এইচআইএস অ্যান্ড ই হেলথের লাইন ডিরেক্টর এবং পরিচালক ডা. মো. হাবিবুর রহমানকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হোমিও ও দেশজ) পদে বদলি করা হয়। এছাড়াও কুমিল্লা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মিজানুর রহমানকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস), এইচআইএস অ্যান্ড ই হেলথের লাইন ডিরেক্টর পদে বদলির আদেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের কোভিড ১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স-এর প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামকে (ওএসডি) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) লাইন ডিরেক্টর এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রকল্প পরিচালক করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনকে বদলি করে ওএসডি স্বাস্থ্য অধিদফতরের এনসিডিসির লাইন ডিরেক্টর করা হয়েছে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |