‘ইরানী বিজ্ঞানীকে হত্যার জন্য বিশ্বের ইসরায়েলকে ধন্যবাদ দেওয়া উচিত’
আন্তর্জাতিক ডেস্ক
|
![]() ‘ইরানী বিজ্ঞানীকে হত্যার জন্য বিশ্বের ইসরায়েলকে ধন্যবাদ দেওয়া উচিত’ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যার জন্য বিশ্বের ইসরায়েলকে ধন্যবাদ দেওয়া উচিত। ইসরায়েলের সিনিয়র এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে এই কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েল কাজ চালিয়ে যাবে। শনিবার নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মকর্তা মোহসেন ফাখরিজাদেকে কয়েক বছর ধরে অনুসরণ করে আসছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইরানের ওই বিজ্ঞানীকে হত্যার ব্যাপারে কিছু স্বীকার করেনি। বরং দেশটির সরকারি কর্মকর্তাদের ভাষ্য, তারা ইরানী বিজ্ঞানীকে হত্যার বিষয়ে কিছুই জানে না। পশ্চিমা বিজ্ঞানী ও ইসরায়েলের গোয়েন্দারা মনে করেন, মোহসেন ফাখরিজাদে ইরানের পারমাণবিক কর্মসূচির জনক। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা এই হত্যাকাণ্ডের সমুচিত জবাব দেবে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |