মোস্তাফিজের কাটারে ৮৬তে অলআউট খুলনা
স্পোর্টস ডেস্ক
|
![]() মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি দেশের ক্রিকেটে খুলনা অঞ্চলের দাপট থাকলেও বিপিএলের ছয় আসরে একবারও কাপ জেতেনি খুলনা নামের দল। জাতীয় দলের তুখোর সব ক্রিকেটাররাও এসেছে খুলনা থেকে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খুলনা প্রথম ম্যাচে জিতেছে, দুই নম্বর ম্যাচ হেরেছে। তিন নম্বর ম্যাচে এসে রান খরায় ভুগছে। নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে সাকিব নেমেছেন ওপেনিংয়ে। কিন্তু খুলনার সেই পরিকল্পনা ভেস্তে গেছে তিন রানে ফিরে গেছেন সাকিব। তারও আগে আরেক ওপেনার এনামুল বিজয়। মাত্র পাঁচ রানে চার উইকেট নেয়া অভিজ্ঞ মোস্তাফিজ ফের ভয়ঙ্কর হয়ে উঠার ইঙ্গিত দিচ্ছেন। অভিজ্ঞ তাইজুলের সাথে নাহিদুল ইসলামও খুলনাকে তছনছ করার মিছিলে নেমেছিলেন। ওদের দুইটি করে উইকেট মাহমুদউল্লাহর দলের জন্য বৈশাখী ঝড়। বিশ ওভার খেলে শেষ করতে পারেনি। ১৩ বল না খেলেই অলআউট, একশোর কমে থেমে গেলো খুলনা। সাকিব-মাহমুদুল্লাহরা অলআউট হয়ে যায় ৮৬ রানে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |