সিটি ব্যাংক ও আমারটাকা.কম-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
|
![]() সিটি ব্যাংক ও আমারটাকা.কম-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সিটি ব্যাংক সম্প্রতি আমারটাকা.ডটকমের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, আমারটাকা.কম সিটি ব্যাংকের রিটেইল লোন এবং ক্রেডিট কার্ডের অনুমোদিত সেলস্ এজেন্ট হিসাবে কাজ করবে। সিটি ব্যাংকের ডিএমডি ও সিএফও মোঃ মাহবুবুর রহমান এবং আমারটাকা.কমের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদ আল মারুফ তৌফিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মোঃ অরূপ হায়দার, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান মোঃ জাফরুল হাসান, আমারটাকা.কমের চেয়ারম্যান নাজিম ফারহান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |