ঈশ্বরগঞ্জে সামাজিক সমস্যা বিরোধী সমাবেশ
মহিউদ্দিন রানা,ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
|
![]() ঈশ্বরগঞ্জে সামাজিক সমস্যা বিরোধী সমাবেশ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক সমস্যা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ( ২৪ নভেম্বর) মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন, জুয়া, দুর্নীতি, সংর্ঘষ-সংঘাত, মানবপাচার, চোরাচালান, ভিক্ষাবৃত্তি ইত্যাদি সামাজকি সমস্যা সমাধানের লক্ষ্যে ,উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন অংশ নিয়ে তাদের বিভিন্ন ধরণের সমস্যার কথা তুলে ধরেন, এবং সেগুলো সমাধানের আশ্বাসও পান। সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাংসদ ফখরুল ইমাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ প্রমুখ। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, সামাজিক সমস্যাগুলো সমাজের উন্নয়নে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তৈরি করে। জনপ্রতিনিধি, সচেতনমহল ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় সামাজিক আন্দোলন গড়ে তুলে সমস্যাগুলো দূরীকরণের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাংসদ ফখরুল ইমাম বলেন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণের সম্পৃক্ততা এবং সহযোগিতা ছাড়া একা প্রশাসনের উদ্যোগে কখনই সামাজিক সমস্যা দূরকরা সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি, সকল শ্রেণীর মানুষদেরকেও সামাজিক সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ; সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান তিনি।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |