বনানীর টিএন্ডটি কলোনিতে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
|
![]() বনানীর টিএন্ডটি কলোনিতে ভয়াবহ আগুন রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৩টার দিকে আনাসার ক্যাম্পসংলগ্ন ওই কলোনিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি মোবাইল ফোনে জানিয়েছেন, আগুনে টিঅ্যান্ডটি কলোনির ভেতরে কয়েকটি টিনশেডের ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কাজ করলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের অপারেটর আনিসুর রহমান বলেন, আগুন নেভাতে ৬টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। আগুন নেভার পর বিস্তারিত জানা যাবে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |