দাগনভূঞায় নতুন ইউএনও'র যোগদান
এম এইচ মালদার, দাগনভূঞা প্রতিনিধি
|
![]() ফাইল ছবি ফেনী দাগনভূঞা উপজেলা নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নাহিদা আক্তার তানিয়া যোগদান করেছেন গত সোমবার। চট্রগাম বিভাগীয় কমিশন অফিসের সিনিয়র সহকারি কমিশনার নাহিদা আক্তার তানিয়াকে দাগনভূঞা নির্বাহী অফিসার হিসেবে বদলির বিষযটি চট্রগাম বিভাগীয় অতিরিক্ত কমিশন সার্বিক শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক আদেশে তাকে দাগনভূঞা পদায়ন করা হয়েছে বলে স্বাক্ষরিত এক সূত্র জানায়। নাহিদা আক্তার তানিয়া ফেনী ছাগলনাইয়া উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) দায়িত্বে ছিলেন। পরবর্তীতে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার অফিসে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান চট্রগাম জেলা পরিষদের সচিব হিসেবে পদন্নোতি লাভ করেন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |