পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, দুই বৃদ্ধ গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি
|
![]() ফাইল ছবি গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে দুই বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো- মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামের মৃত নাজির শেখের ছেলে জাফর শেখ (৬২) ও খুলনা জেলার ডুমুরিয়া গ্রামের মৃত এজাহার শেখের ছেলে লুৎফর শেখ (৬০)। মুকসুদপুর থানার ইনেসপেক্টর আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ বছরের ওই শিশুকে লুৎফর শেখ ও জাফর শেখ ফুসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুটি দৌড়ে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি বলে। পরে এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার সকালে অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |