বলিভিয়ার ঘরের মাঠে ২-১ গোলের জয় পেয়েছেন মেসিরা
স্পোর্টস ডেস্ক
|
![]() বলিভিয়ার ঘরের মাঠে ২-১ গোলের জয় পেয়েছেন মেসিরা ১৫ বছরের আক্ষেপ ঘুচলো আর্জেন্টিনার। আজ বুধবার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার ঘরের মাঠে ২-১ গোলের জয় পেয়েছেন মেসিরা। এই জয়ের ফলে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাগজে-কলমে আর্জেন্টিনার চেয়ে অপেক্ষাকৃত দুর্বল দল বলিভিয়া। কিন্তু তারপরও এই ম্যাচটাতে এগিয়ে ছিলো বলিভিয়ায়। কারণ যতটুকু না খেলোয়াড়, তার চেয়ে বেশি মাঠ। লা পাজের এস্তাদিও এর্নান্দেস সাইলেস স্টেডিয়ামটি সমুদ্র পৃষ্ট থেকে ৩৬০০ মিটার উঁচুতে অবস্থিত। এখানকার বাতাসে শ্বাস নেওয়াটাও কষ্টকর। ঘরের ছেলেরা ছাড়া এখানে সুবিধা করা সত্যিই এক দুঃসাধ্য কাজ। সেই দুঃসাধ্যকে সাধন করেছে লিওনেল স্কোলানির দল। ম্যাচের শুরুতে অবশ্য বলিভিয়ায় এগিয়ে যায়। ধারণা করা হচ্ছিল, এবারও বুঝি শূন্য হাতেই ফিরতে হয় আর্জেন্টাইনদের। ম্যাচের ৪৫ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লাওতারো মার্টিনেজ। এঞ্জেল কোরেরা ৭৯ মিনিটে এনে দেন জয়সূচক গোলটি।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |