মসজিদে বিস্ফোরণ: বিদ্যুতের রিডার গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
|
![]() মসজিদে বিস্ফোরণ: বিদ্যুতের রিডার গ্রেফতার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় ডিপিডিসির বহিস্কৃত বিদ্যুতের রিডার আরিফুর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার দুপুরে কিল্লালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আরিফুর রহমানের বাড়ি পটুয়াখালী জেলায়। তার বাবার নাম ইউনুস হাওলাদার। আরিফুর রহমানকে গ্রেফতারের পর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিআইডির বিশেষ এসপি নাছির উদ্দিন আহম্মেদ। তিনি জানান, মসজিদে মূলত বিদ্যুতের স্পার্ক থেকেই গ্যাসের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এতে বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতির প্রমাণ মিলেছে। মিটার রিডার আরিফুর প্রতি মাসে মসজিদে গেলে এমন ঘটনা ঘটতো না। তিনি প্রতি মাসে মিটার চেক করলে অবৈধ সংযোগ বা সমস্যা ধরা পড়তো। মসজিদে বিস্ফোরণ মামলায় এরইমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে চার্জশিট দেয়া হতে পারে। আরিফুর রহমানকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এর আগে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বিদ্যুতের মিস্ত্রি মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। এরমধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন দুইজন। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর অজ্ঞাতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেন এসআই হুমায়ুন কবির। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |