ঢাবির জিয়া হলের ভিপি শাকিল আর নেই
আশিকুর রহমান শুভ,ঢাবি প্রতিনিধি
|
![]() ঢাবির জিয়া হলের ভিপি শাকিল আর নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) শরিফুল ইসলাম শাকিল আর নেই। দীর্ঘদিন ধরে কিডনি ও মস্তিষ্কের জটিলতা সমস্যায় ভোগছিলেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বিষয়টি স্বদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হাসিবুল হাসান শান্ত।তিনি বলেন,' কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পারি । তার কিডনি জনিত সমস্যা ছিলো আর সেখান থেকে ব্রেনে সমস্যা হয়। তিনি ২৩-২৪ দিন ধরে হাপাতালের আইসিইউতে ছিলেন। সেখানেই তিনি আজ মারা গেছেন।' ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের এই শিক্ষার্থী ঢাবি ছাত্রলীগের গত কমিটির নির্বাহী সদস্য ছিলেন। গত বছরের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে ভিপি পদে বিজয়ী হয়েছিলেন শাকিল। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |