আলো ছড়াতে চান মিরাজ
বিনোদন প্রতিবেদক
|
![]() আলো ছড়াতে চান মিরাজ গানের জগতে নতুন নক্ষত্র হিসেবে আলো ছড়াতে চান মিরাজ খান। মাটি এন্টারটেইনমেন্ট-এর কর্ণধার এই তরুণ ঝড় তুলেছেন শ্রোতাদের মনে । একের পর এক স্টেজ শো করে তিনি মাতিয়ে তুলেছেন গানের ভুবন । পটুয়াখালীর বাউফল থানার কালাইয়া মিরাজের পৈতৃক বাড়ি । বাবা আবুল কালাম খান সরকারি চাকরিজীবী ছিলেন । বদলির চাকরি । সেই সূত্রে ছেলেবেলাতেই তার ঘোরা হয়েছে দেশের বিভিন্ন জেলা । জন্ম বগুড়ায় । বেড়ে উঠেছেন পিরোজপুরে । দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট । সবার আদরেরও । মা নূরুন নাহার বেগম ছোটবেলা থেকেই তাকে গান করার জন্য উৎসাহ দিতেন। মীরাজ খান পিরোজপুরে দিশারী শিল্পী গোষ্ঠির সঙ্গে যুক্ত ছিলেন । সেখানে পেয়েছেন খালিদ হোসেন মিলুকে । সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ মিহির রায় ও পবিত্র সাহার কাছে । ঢাকায় এসে স্নেহধন্য হয়েছেন শেখ সাদী খান, মেহেদী রহশন তোতা ও বশীর আহমেদের কাছে । মমতাজের সঙ্গে গাওয়া তার দুটি গান সুরের তালে ও রাইতে আইসো পরাণের বন্ধু সুপারহিট হয়েছে । আসছে তার গাওয়া নতুন আরো কয়েকটি গান।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |