জমে উঠেছে মাধবদীর কোরবানির পশুর হাট
হুমায়ুন মিয়া, নরসিংদী
|
![]() জমে উঠেছে মাধবদীর কোরবানির পশুর হাট প্রতি বারের ন্যায় এবারো জমে উঠেছে মাধবদীর ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট। হাট ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের সমাগমে জমে উঠেছে পশুর হাটটি। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হাট কর্তৃপক্ষ নিয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নকল টাকা প্রতিরোধে মেশিন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনী, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। কালা পাহাড়িয়া থেকে আগত আলামিন মিয়া বলেন, আমি তিনটা গোরু আনছি। দুইটি বিক্রি করেছি আর একটা এখনো বিক্রির অপেক্ষায় আছি। কাঙ্খিত দাম পাইনি তবে হাটের ব্যবস্থাপনায় আমরা খুশি। হাটে গোরু ক্রয় করতে আসা বাবু বলেন, ক্রেতারা চাহিদার চেয়ে বেশি দাম চাচ্ছেন। তাই গোরু এখনো ক্রয় করতে পারি নাই। তবে লোকসমাগম ভালো বিক্রি বাড়তে পারে। এখানে যে নিরাপত্তা গ্রহণ করা হয়েছে তাতে আমরা সবাই সন্তুষ্ট। হাট কর্তৃপক্ষের আশলি গ্রহিতা, আলী আকবর জানান, বিক্রি কম তবে লোকজনের ভীড় আছে। ক্রেতারা পছন্দের গোরু দেখতেছেন দামদর মিলে ক্রয় করছেন। আর বিক্রেতারা চাহিদা মতো দাম চাচ্ছেন, তাদের কাঙ্খিত দামের সাতে মিললেই গোরু বিক্রি করে দিচ্ছেন। আমরা সব কিছুই সেবার দৃষ্টিতে গ্রহণ করেছি যাতে ক্রেতা-বিক্রেতারা খুশি থাকে। হাটে ঘুরতে আসাদের অনেকেরই অভিমত, মাধবদীর ঐতিহ্যবাহী এই কোরবানির হাট জেলার সবচেয়ে বড় হাট। এখানে আগতদের সুযোগ-সুবিধা দেওয়া হয় অনেক বেশি। নিরাপত্তা, জাল টাকা সনাক্তকরণে মেশিনের ব্যবহার, থাকা-খাওয়ার সুব্যস্থা সি সি টিভি সহ সার্বিক বিষয় গুলো সন্তুষ্টি জনক বিধায় লোকজন দূর-দূরান্ত থেকে গোরু ক্রয়-বিক্রয় করতে আসে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |