কক্সবাজারে আরো ৮ রোহিঙ্গা করোনা আক্রান্ত
কক্সবাজার প্রতিনিধি
|
![]() কক্সবাজারে আরো ৮ রোহিঙ্গা করোনা আক্রান্ত কক্সবাজারে আরো ৮ রোহিঙ্গার শরীরে করোনা সনাক্ত হয়েছে। শুক্রবার (২২ মে) কক্সবাজার মেডিকেল কলেজে ২৬ জন রোহিঙ্গা শরনার্থীর স্যাম্পল টেস্টে ৮ জন রোহিঙ্গা শরনার্থীর রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বিষয়টি কক্সবাজার আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর ভূঁইয়া মেডিকেল কলেজ ল্যাবের উদ্বৃতি দিয়ে নিশ্চিত করেছেন। ২২ মে শুক্রবার সনাক্ত হওয়া ৮ জন রোগী সহ এ পর্যন্ত মোট ২১ জন রোহিঙ্গা শরনার্থী (Forcibly displaced myanmar Nations-বলপূবর্ক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) করোনা ভাইরাসে আক্রান্ত হলো। শুক্রবার ২২ মে করোনা ভাইরাসে সনাক্ত হওয়া রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে মহিলা ৫ জন ও ৩ জন পুরুষ। সনাক্ত হওয়া ৮ জন রোহিঙ্গা শরনার্থীর ৭ জন ৬ নম্বর শরনার্থী ক্যাম্পের ও এক জন ২৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাসের স্যাম্পল টেস্টের রিপোর্ট গত ২১ মে থেকে পৃথক ২টি ভাগে দেওয়া হচ্ছে। ৩৪টি ক্যাম্পে থাকা রোহিঙ্গা শরনার্থীদের (Forcibly displaced myanmar Nations-বলপূবর্ক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) করোনা ভাইরাসের স্যাম্পল টেস্টের রিপোর্ট প্রতিদিন প্রথম দফায় দেওয়া হচ্ছে। কারণ তারা বাংলাদেশের নাগরিক নয়। আর কক্সবাজারের বাসিন্দা সহ বাংলাদেশের নাগরিকদের করোনা ভাইরাসের স্যাম্পল টেস্টের রিপোর্ট দ্বিতীয় দফায় দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ কমিটির অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে। একইভাবে এখন থেকে করোনার স্যাম্পল টেস্ট, সুস্থ রোগী, করোনায় মৃত্যু, চিকিৎসাধীন রোগী, মোট করোনা রোগীর সংখ্যা সবকিছু রোহিঙ্গা শরনার্থী ও কক্সবাজারের নাগরিকদের জন্য পৃথকভাবে করা হচ্ছে বলে সুত্রটি জানিয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |