ক্যান্সার হাসপাতালের পরিচালকের চরম অনিয়ম ও দায়িত্বে অবহেলা
সাত খুনের আসামি নূর হোসেনের বিরুদ্ধে আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
|
নারায়ণগঞ্জে সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন ও তার তিনজন সহযোগীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির তিনটি মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে নূর হোসেনের উপস্থিতিতে পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। অপর আসামিরা হলেনÑ সিদ্ধিরগঞ্জের সেলিম, আলী মোহাম্মদ ও জামাল, নুর হোসেনের বড় ভাই নুর উদ্দিন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সকাল ৯টার দিকে নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে পুনরায় গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন জানান, সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ তিন মামলায় নূর হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে পাঁচ সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। আদালত আগামী ৯ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য্য করেছেন। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় নূর হোসেন এবং র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর থেকে নূর হোসেন কারাগারে রয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজির ৮টি মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |