মসজিদ সংস্কারে বছরে ১০ লাখ টাকা বরাদ্দের সুপারিশ সংসদীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক
|
দেশের সব সংসদীয় আসনের মসজিদ সংস্কারের জন্য বছরে ১০ লাখ টাকা করে বরাদ্দ রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয়, মসিজদের পাশাপাশি মাদ্রাসার জন্য ৫ লাখ এবং মন্দিরের জন্য ৫ লাখ টাকা করে বরাদ্দ রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে জানানো হয়, ২০২০ সালে হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হজ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। সৌদিআরব ও বাংলাদেশ সরকারের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাওয়ার সুযোগ পাবেন। এ বছর শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় বৈঠকে। হজযাত্রীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হজ মেডিকেল টিমের সহায়ক হিসেবে মেডিকেল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দিতে বলেছে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম এবং রত্না আহমেদ বৈঠকে অংশ নেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |