শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪
দর্শনায় যৌথবাহিনীর অভিযানে আটক ৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৯ পিএম
চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ যুবককে আটক করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা পুরাতন বাজার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়- যে সীমান্ত দর্শনা পুরাতন বাজারের টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপন মিটিং করছে। এমন খবরে বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করলে যৌথবাহিনী দেখে ১৫-২০ জন প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। বাকি ৬ জনকে আটক করা হয়, তবে কোন অস্ত্র পাওয়া যায়নি।

আটককৃতরা হলেন- জীবননগর কাশিপুরের বাহার আলীর ছেলে মমিনুল (২৪) , দর্শনায় ইসলাম বাজারের চঞ্চলের ছেলে ফয়সাল (২২), একই এলাকার আলীর ছেলে সাকিব হাসান (২০), দর্শনা কেরু হাসপাতাল পাড়ার আসিফ (২১), দর্শনা কেরু পাড়ার তসলিমের ছেলে সাব্বির হাসান (১৮) ও দর্শনা ইসলামবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে তাজউদ্দিন (২৩)।

দর্শনা থানার সেকেন্ড অফিসার (এসআই) নুর ইসলাম জানান, তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা জেলায় দায়িত্বপ্রাপ্ত যৌথবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল জয়নাল আবেদিন জানান, অবৈধ অস্ত্র থাকতে পারে এমন গোপন খবর পেয়ে বাড়িটি তল্লাশি করা হয়। ৬ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। তবে অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝