শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪
ঘর নির্মাণ ও ত্রাণ সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুরে বন্যার্তদের খুঁজে খুঁজে সাহায্য করছেন ধর্ম উপদেষ্টা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৮ পিএম
বন্যায় লক্ষ্মীপুরের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মাণ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগীদের হাতে সহায়তাগুলো তুলে দেওয়া হয়। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রাণালয়ের যুগ্ন সচিব সাদেক আহমেদ, ফাউন্ডেশনটির চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ আরও অনেকে।

ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন বলেন, বন্যাদুর্গত মানুষদের পাশে বর্তমান অন্তবর্তীকালীন সরকার শুরু থেকেই সাহায্য সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও পুনর্বাসনের লক্ষ্যে যা করা প্রয়োজন সরকার সেটি করবেন। সরকারের পাশাপাশি কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও বানভাসিদের সহযোগিতা করছেন। এরমধ্যে আলহাজ¦ শামসুল হক ফাউন্ডেশন অন্যতম। ইতোমধ্যে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন। কার্যক্রমটি আজ থেকে শুরু হবে।
 
আরও বলেন, চলমান বন্যায় সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী ও আলেম সমাজ বন্যার্তদের পাশে ছিল। বিভিন্ন সহযোগিতা নিয়ে মাদরাসার শিক্ষার্থীরাও বন্যা কবলিত এলাকায় ঝাঁপিয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা। একইভাবে ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানাই। 

এদিকে একই দিন সদর উপজেলার চর মটুয়া আল-আরাবিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ‘আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ধর্ম উপদেষ্টা।  

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝