রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
পেকুয়ায় নারীদের জন্য এই প্রথম জেন্ডার বান্ধব শপ
পেকুয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১১ পিএম আপডেট: ০৫.০৯.২০২৪ ২:২১ এএম
ব্র্যাক  আইজ্যাক প্রজেক্ট থেকে দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায়  "প্রমিস" কম্পনেন্ট ক্ষুদ্র উদ্যোক্তার প্রশিক্ষণ নিয়ে পেকুয়া এসডি সিটি সেন্টারে জেন্ডার বান্ধব শপ শুরু করেছে নারী উদ্যোক্তা রোজিনা আকতার।  তার  হাত ধরেই পেকুয়া এসডি সিটি সেন্টারে নারীদের জন্য আলাদা শপ শুরু হলো।

এই শপে নারীদের সব জিনিসপত্র পাওয়া যাবে। নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গেড়ে তুলতে ব্রাক এসব প্রশিক্ষণ দিয়ে থাকে। গতকাল নারী উদ্যোক্তা রোজিনার শপ পরিদর্শন করেছে এসডি সিটি সেন্টার পরিচালনা কিমিটির নেতৃবৃন্দ ও ব্র্যাক আইজ্যাক প্রজেক্ট দক্ষতা উন্নয়ন কর্মসূচির কর্মকর্তাগণ। এসমসয় তারা নারী উদ্যোক্তা রোজিনার নানান খোঁজ খবর নেন এবং তাকে উপহার সামগ্রী প্রদান করেন।

এসময় ‍ এসডি সিটি সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মো. ইউনুস,  সাধারণ সম্পাদক মোহাম্মদ  শফি, উক্ত প্রশিক্ষণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ  মুমিনুল  হক,  অ্যাসোসিয়েট অফিসার মো.আশরাফুজ জামান, প্রজেক্টটির কর্মকর্তা আলেয়া পারভিন, মো. রফিকুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ব্র্যাক আইজ্যাক প্রজেক্ট থেকে দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় "প্রমিস" কম্পনেন্ট ক্ষুদ্র উদ্যোক্তার তিন মাসব্যাপী  প্রশিক্ষণ থেকে উদ্বুদ্ধ হয়ে গত একমাস পূর্বে পেকুয়া এস ডি সিটি মার্কেটের দ্বিতীয় তলায় রোজিনা আক্তার "নারী মেলা" কসমেটিকস অ্যান্ড ফেব্রিক্স এর ব্যবসা শুরু করেন। যার প্রোপাইটার সে নিজেই।

ক্ষুদ্র উদ্যোক্তা রোজিনার মতো সকল জায়গায় নারীরা এগিয়ে আসবে বলে মনে করেন উপস্থিত সকলে। একই দিনে  জেন্ডার বান্ধব কর্ম পরিবেশের জন্য ওই মার্কেটে নারীদের জন্য আলাদা ওয়াশরুম তৈরী করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝