রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
রাজবাড়ীতে
লরির ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত
রাজবাড়ী‌ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৯ পিএম
রাজবাড়ী‌তে প্রাইভেটকারের পেছনে বিদ্যুতের খুঁটিবোঝাই লরির ধাক্কায় একজন নিহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মকুল হালদার (৫০)। তিনি জেলার পাংশা পৌর শহরের মৃত অশ্বীনি হালদারের ছেলে।

মকুল হালদারের বন্ধু মান্নান জানান, আজ সকালে পাংশা থেকে ঢাকাতে ডাক্তার দেখানোর জন্য বের হই। এ জন্য আমরা একটি প্রাইভেটকার ভাড়া করি। প্রাইভেটকারের পেছনে মুকুল বসেছিল আর আমি সামনে চালকের পাশে বসা ছিলাম। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গেলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক আমাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মুকুল। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে বাঁচাতে পারিনি। আমি আর চালক সুস্থ আছি।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা জানান, হাসপাতালে আসার আগেই উনার মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল জানান, ভাড়ার প্রাই‌ভেটকা‌রে মকুল হালদার সকালে পাংশা থেকে ঢাকা যা‌চ্ছিলেন। প‌থে সদর উপ‌জেলার পল্লী বিদুৎ এলাকায় গেলে পেছ‌নে থাকা বিদ্যু‌তের খুঁটিবোঝাই একটি লরি ধাক্কা দেয়। এতে মকুল হালদার গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা তাকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন এবং এ ঘটনার পরপরই লরির চালক পলাতক র‌য়ে‌ছেন। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝