রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
ঋণের টাকা পরিশোধ নিয়ে সন্তান-স্বামীর সঙ্গে অভিমানে নবিছনের আত্মহত্যা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৬ পিএম
চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের চাপে বিষপান করে আত্মহত্যা করেছেন নবিছন খাতুন (৫৫) নামে এক নারী।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে ঋণ নিয়ে ছেলে, মেয়ে ও স্বামীকে টাকা দিয়েছেন নবিছন খাতুন। তারা ঠিকমতো কিস্তির টাকা দিতে না পারায়। এক এনজিও থেকে ঋণ নিয়ে আরেক এনজিওর ঋণ পরিশোধ করছিলেন। প্রতিদিন বিভিন্ন ব্যক্তি ও এনজিওর লোকজন তাদের বাড়ি আসতেন। এ নিয়ে তাদের বাড়িতে অশান্তি লেগেই থাকত। মাস শেষে এনজিওর লোকজন বাড়িতে কিস্তির টাকা নিতে যায়, কিন্তু কিস্তির টাকা জোগাড় করতে না পারায় তিনি মানসিক টেনশনে পরিবারের অজান্তে সকাল নয়টার দিকে নিজ ঘরে বিষ পান করেন। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবার লোকজনকে জানালে তারা তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া কথা বলেন। কিছু দূর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী রজিবুল ইসলাম জানান, অভাব অনটনের মধ্যে বিভিন্ন এনজিও ও মানুষের কাছে টাকা ধর করে চলত নবিছন খাতুন মাস শেষে বিভিন্ন এনজিওর কিস্তি দেওয়ার কথা ছিল তার। এ জন্য অনেকের কাছে টাকা ধার চেয়েছিলেন। মূলত ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি এমন দুর্ঘটনা ঘটিয়েছে।

নিহতের স্বামী বজলুর রহমান জানান, ঋণ আমাদের আছে তবে তিনি শারীরিকভাবে অসুস্থতার কারণে আত্মহত্যা করতে পারে।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝