রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
কবিরের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মামুন হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কবিরের পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য  ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক  ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান।

গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে   মিরপুর ১০ নাম্বারে আন্দোলনরত অবস্থায় মিরপুর থানা বিএনপির ১১ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ কবির পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আবদুল্লাহ কবিরের পরিবার (মা, সহধর্মিনী,সন্তান,ভাই) এর সার্বিক খোঁজ খবর নেন ও আর্থিক সহযোগিতা করেন। এমনকী  তার  পরিবারের দায়িত্ব নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।  তখন পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই সময় অন্যদের  মধ্যে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল ,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য যথাক্রমে আবুল হোসেন আব্দুল ,আহসানুল্লাহ চৌধুরী হাসান, হাফিজুল হাসান শুভ্র, আবু হানিফ মিয়া, জিয়াউর রহমান জিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী খলিল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য তৌফিকুর রহমান তুহিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান শাহিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ লেলিন, মোঃ হান্নান শিকদার, মোহাম্মদ আবু সায়েম মন্ডল, আলমগীর হোসেন ভুট্টু, আবু রাসেল চৌধুরী মিঠু ও কাজী লিটন প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝