রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪
বিদ্যার সেরা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে কুয়েট: ভিসি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় হিসেবে ২১তম বর্ষপূর্তি উদ্যাপন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আন্দোলনে আহত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪” উদ্যাপন অনুষ্ঠান শুরু করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ মাছুদ এবং সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ। সকাল সাড়ে ৯টায় “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪” উদ্যাপন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর মহোদয়, ডীন, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ) এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণকে সাথে নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত প্রীতি সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। এছাড়া বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীন, প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন, আয়োজক কমিটির সদস্য-সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড.মুহাম্মাদ হারুনুর রশীদ এবং বিশ^বিদ্যালয়ের দায়িত্বরত মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ মাছুদ।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ তাঁর বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং একই সাথে উক্ত আন্দোলনে যারা আহত হয়েছেন ও চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েটকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। এই সপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে এক যোগে কাজ করে যেতে হবে। দেশ ও জাতির কল্যাণে কুয়েট প্রকৌশল বিদ্যার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সুনাম অর্জন করছে এবং বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের স্বপ্ন।”

এরপর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর অন্যান্য অতিথিগণকে সাথে নিয়ে শান্তির প্রতীক পায়রা উন্মুক্ত করেন এবং এর পরপরই তিনি “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েব সাইটের শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে “বিশ্ববিদ্যালয় দিবস-২০২৪” উদ্্যাপন কমিটির সভাপতি, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, সম্মানীত শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বাদ যোহর বিশ্ববিদ্যালয় এবং দেশের সামাগ্রীক কল্যাণ কামনা করে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, এ প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৪ সালে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা হিসেবে রুপান্তরিত হয় এবং সর্বশেষ ১ সেপ্টেম্বর, ২০০৩ খ্রি. খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।   

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝