প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১১:৫৯ AM
বন্যার পানিতে ডুবে আছে সব কিছু। এর মধ্যে বাড়িঘরে ঢুকে পড়ছে কুমির। এমনকি বন্যায় ডুবে থাকা রাস্তাঘাটেও দেখা মিলছে কুমিরের।
লোকালয়ে ঢুকে পড়া বেশ কয়েকটি কুমিরের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। এতে দেখা যায়, কোনোটির মুখে মরা জীবজন্তু, কোনোটি খাবারের খোঁজে হন্যে হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।
আক্রমণ থেকে রক্ষা পেতে দানবীয় একটি কুমির ধরেও ফেলে গ্রামবাসী। পরে সেটি বেঁধে নিয়ে যাওয়া হয়। বন্যা পরিস্থিতির পাশাপাশি এখন কুমির আতঙ্কে ভুগছে বানভাসীরা।
গত কয়েক দিনের ভারি বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের গুজরাটে। তিন দিনে সে রাজ্য থেকে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২৫ আগস্ট) থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে গুজরাটে বিশ্বামিত্রিসহ বেশ কয়েকটি নদী বিপৎসীমার ওপর দিয়ে বইছে। নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সঙ্গে কুমিরও আসছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বরোদা শহর এবং আশপাশের লোকালয়ে কুমির ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে । ভিডিওতে দেখা যায়, মুখে মরা কুকুর নিয়ে বরোদার রাস্তায় ঘুরে বেড়়াচ্ছে একটি কুমির। বরোদা এবং আশপাশের এলাকায় বসবাসকারী তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা রয়ে গেছে এখনো, তারা বন্যার পাশাপাশি কুমির আতঙ্কে ভুগছে। প্লাবিত এলাকাগুলোতে বসবাসকারী বাসিন্দাদের অনেকে বলছেন, কুমিরের ভয়ে ঘরের ভেতরে থাকতে বাধ্য হচ্ছেন তারা।
তবে এখন পর্যন্ত কুমিরের আক্রমণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেশ কয়েক জায়গায় স্থানীয়রা কুমির আটক করে রাখার খবর পাওয়া গেছে।
স্বদেশ প্রতিদিন/এমআর