শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫
   
ঝিনাইদহে ১ কোটি ৮৭ লাখ টাকার স্বর্ণসহ আটক ১
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৪:৪০ পিএম
ঝিনাইদহে অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের সময় পিটুনিতে এক ব্যক্তি আহত হয়েছে । পরে সে স্বর্ণ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জন্য অনিমেষ মজুমদার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার(৩০ জুলাই) সকাল ১১টার দিকে শহরের কেসি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন কেসি কলেজ এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে কার্টুন নিয়ে দোকানে ফিরছিলো। পথিমধ্যে কেসি কলেজের গলিতে পৌঁছালে ৬ ছিনতাইকারী ওই কার্টুন ছিনতাইয়ের চেষ্টা করে। মিঠুনকে পিটিয়ে ওই কার্টুন ছিনতাইয়ের সময় সদর থানার এক উপ-পরিদর্শক সেখানে পৌঁছে মিঠুনকে উদ্ধার করে।

সেসময় পুলিশ দেখে মোটর সাইকেলযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ এসে ওই কার্টুন খুলে স্বর্ণ উদ্ধার করে।

এ বিষযে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, কুরিয়ার সার্ভিসের ওই কার্টুন থেকে ১৮১ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮৭ লাখ টাকা। এ ঘটনায় অনিমেষ নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই স্বর্ণ ছিনতাইয়ের সাথে জড়িতদের আটকের জন্য আমাদের অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝