প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৪:৪০ পিএম
ঝিনাইদহে অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের সময় পিটুনিতে এক ব্যক্তি আহত হয়েছে । পরে সে স্বর্ণ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জন্য অনিমেষ মজুমদার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার(৩০ জুলাই) সকাল ১১টার দিকে শহরের কেসি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের স্বর্ণকার পট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন কেসি কলেজ এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে কার্টুন নিয়ে দোকানে ফিরছিলো। পথিমধ্যে কেসি কলেজের গলিতে পৌঁছালে ৬ ছিনতাইকারী ওই কার্টুন ছিনতাইয়ের চেষ্টা করে। মিঠুনকে পিটিয়ে ওই কার্টুন ছিনতাইয়ের সময় সদর থানার এক উপ-পরিদর্শক সেখানে পৌঁছে মিঠুনকে উদ্ধার করে।
সেসময় পুলিশ দেখে মোটর সাইকেলযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পুলিশ এসে ওই কার্টুন খুলে স্বর্ণ উদ্ধার করে।
এ বিষযে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, কুরিয়ার সার্ভিসের ওই কার্টুন থেকে ১৮১ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮৭ লাখ টাকা। এ ঘটনায় অনিমেষ নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই স্বর্ণ ছিনতাইয়ের সাথে জড়িতদের আটকের জন্য আমাদের অভিযান চলছে।
স্বদেশ প্রতিদিন/এমআর