প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৬:১৩ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার শাখা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এলিট নামে এক অবৈধ বালু উত্তোলনকারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও ২00 ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পেয়ার আলীর মোড় এলাকায় শাখা পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
জানাযায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পেয়ার আলীর মোড়ের পাশে পদ্মার শাখা নদী এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন অবৈধ বালু ব্যবসায়ীরা। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে উপজেলার দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন স্থানে ফুট হিসাবে টাকার বিনিময়ে মানুষের পুকুরসহ জমি ভরাট করে আসছিলেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বেশ কিছুদিন হলো অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন এ অবৈধ বালু ব্যবসায়ীরা। সংবাদ পেয়ে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে অভিযান পরিচলনা করে তাদের ২শ ফুট পাইপ ধ্বংস, ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, এ উপজেলাতে কোন ভাবেই করতে দেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পেশকার সজল মাহমুদ।
স্বদেশ প্রতিদিন/এমআর