শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪
বড় বড় সিনেমার সঙ্গে টেক্কা দিচ্ছে বাংলা সিনেমা: শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ২:১৮ পিএম আপডেট: ০৫.০৭.২০২৪ ৯:১৬ PM
দুই বাংলার তুমুল জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। ১৫ দেশে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমা শুক্রবার (৫ জুলাই) ভারতে মুক্তি পেয়েছে। 

তবে মুক্তির আগে কলকাতায় প্রিমিয়ার শোতে অংশ নিয়েছিলেন শাকিব খান।

সেখানে বাংলা সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় আরও ছিলেন ‘তুফান’ সিনেমার নির্মাতা রায়হান রাফি, নায়িকা মিমি চক্রবর্তী, প্রযোজক শাহরিয়ার শাকিল ও ‘তুফান’র ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ও এসভিএফের প্রযোজক মহেন্দ্র সনি।  

শাকিব খান বাংলা সিনেমা এবং দুই বাংলার কাজ করা প্রসঙ্গে বলেন, ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই। ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণী, মালায়লাম, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূর এগিয়ে। সুতরাং আমরা কেন পিছিয়ে থাকব? দুই বাংলার দারুণ কোলাবরেশনই বলে দিচ্ছে— আমরা আর পিছিয়ে নেই। যার প্রমাণ ‘তুফান’ সিনেমা।

শাকিব খান আরও বলেন, আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার যাত্রা শুরু হয়েছে গেল বছর ‘প্রিয়তমা’, ‘সুরঙ্গ’র মতো সিনেমা দিয়ে, যা ‘তুফান’-এ এসে ব্যাপকতা বোঝা গেছে। ৬-৭টি দেশে কোনোরকম পোস্টার ছাড়াই শো হাউসফুল হয়ে যাচ্ছে। ইংল্যান্ডের মতো দেশে হিন্দিসহ অন্য সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা চার-এ চলে এসেছে। এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে।

তুলনামূলক টালিউড ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমা কম হচ্ছে। এ বিষয়ে শাকিব বলেন, অনেক দিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না। এই চর্চাটা হয়তো উঠে গেছে। কিন্তু আমি এটুকু বলতে পারি, বাংলায় তুফান উঠেছে। সেটা ওপার-এপার বাংলা হোক। বিশ্বের বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে আমরাও একদিন পাল্লা দেব। একদিন বলব আমাদের বাংলা সিনেমাও পিছিয়ে নেই।

সবশেষে শাকিব বলেন, এখন বাণিজ্যিক সিনেমা ও ক্ল্যাসিক্যাল সিনেমার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এখন মানুষ ভালো একটা সিনেমা দেখতে চায়। যতগুলো বাণিজ্যিক সিনেমা সুপারহিট হয়েছে, সবই একটা চমৎকার গল্প ছিল। সেটার সঙ্গে যত উপাদান লাগে সবই ছিল। তুফানের ক্ষেত্রেও তাই ঘটেছে। কারণ এটা পরিবার, বন্ধুবান্ধব নিয়ে দেখার মতো একটা সিনেমা।

‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

স্বদেশ প্রতিদিন/এমআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝