প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৪:২২ পিএম
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে পাঙ্গাশের পোনা রক্ষায় অবৈধ চাই ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ মে) দিবাগত রাত ৩ টা হতে বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টা পর্যন্ত তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিালনা করেন মেরিন ফিশারিজ কর্মকর্তা জনাব মোঃ আল আমিন।
এখন পাঙ্গাশের প্রজনন মৌসুম চলছে। তাই পাঙ্গাশের পোনা নিধন মুক্ত করতে প্রকল্প পরিচালক জনাব মোল্লা এমদাদুল্যাহ এবং জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কুমার দেবের পরামর্শ ও দিকনির্দেশনা মোতাবেক ভোলা জেলার মেঘনা নদীর মনপুরার উপজেলার বইস্যার চর ও লালমোহন উপজেলার ৮নং চরের দক্ষিণাংশে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ২৮ টি অবৈধ পাঙ্গাশের চাই জব্দ করা হয়। অবৈধ চাইগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান কালে প্রায় ৮৫০ কেজির মতো পাঙ্গাশের পোনা নদীতে ছেড়ে দেয়া হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আমির হোসেন, মেরিন ফিশারিজ অফিসার জনাব মো: আল-আমিন উপস্থিত ছিলেন।