শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫
   
বরগুনায় স্ত্রীর নামে পুত্র হত্যার মামলা করেছে প্রবাসী স্বামী
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ১২:৫৯ পিএম
বরগুনায় ছেলে হত্যার অভিযোগে স্ত্রীর নামে মামলা করেছে প্রবাসী স্বামী। নিহত ওই যুবকের পিতা আব্দুল্লাহ আল মামুন সৌদি প্রবাসী। তার দাবি, তার কাছ থেকে তার ছেলেকে কৌশলে আলাদা করে মানসিক নির্যাতন করে আত্মহত্যা করতে বাধ্য করেছে মা ও তার বর্তমান স্বামী জামাল। 

বরগুনা বামনা উপজেলার রামনা গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের ছেলে হাদীসুর রহমান সান। 

গত দশ বছর আগে বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার পরে হাদিসুর রহমান সান ক্লাস প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে বাবার কাছে থেকে। গত দুই বছর আগে হাদিসুর রহমান সান এর মা আরজু বেগম অবিনাভ কায়দায় বাবার কাছ থেকে ছিন্ন করে নিয়ে আসে, আরজু বেগমের আরেক স্বামী জামালের সংসারে। হাদীসুর রহমানের বাবা আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে ডিভোর্স নেওয়ার পর মা আরজু আক্তার পুলিশ সদস্য জামালের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। হাদিসুর রহমান সান সেই সৎ বাবা, বরগুনা সদর উপজেলার খেজুরতলা এলাকায় ভাড়াটিয়া বাসায় থেকে পড়াশোনা করতো। হাদিসুর রহমান গৌরীচন্না নবাব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৪ ব্যাচে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। সৎ বাবা ও মা আরজু বেগমের বাসায় ঢুকতে না দেওয়া, বিভিন্ন কথা বলে অপমান করা সহ বিভিন্ন নির্যাতনের কথা প্রায়ই বাবা আব্দুল্লাহ আল মামুনের কাছে জানাতেন নিহত হাদিসুর রহমান। এই বিষয়ে পিতা আব্দুল্লাহ আল মামুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অবগতও করেছেন ছেলে হাদিসুর রহমান কে নির্যাতনের কথা। প্রবাসে থাকে বিদায় তাৎক্ষণিক কোন সমাধান দিতে পারেনি অসহায় বাবা আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও তিনি আরো বলেন, তার স্ত্রী আরজু আক্তার একজন দুশ্চরিত্রা। তার সংসার জীবনে একাধিকবার পরকীয়া আসক্ত হয়ে ধরা পড়েছে। সর্বশেষ কুয়াকাটা আবাসিক হোটেলে এক ব্যাংকারের সাথে ধরা খেয়ে থানায় আটক হয়েছে। তার এই দুশ্চরিত্রার কারণে ছেলেটা আজকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তিনি এই দুশ্চরিত্রা নারীর সঠিক বিচার চান।

কিন্তু এরই মধ্যে গত (০৩/০৫/২০২৪) ইং তারিখ শুক্রবার সৎ পিতার ভাড়াটিয়া বাসায় সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তার মৃত্যু হত্যা বলে অভিযোগ করে তার পিতা আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায়  চারজনকে আসামি করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে মৃত হাদিসুরের আপন চাচা মো. এমদাদুল হক সুমন। হাদিসুর  রহমান সানের বাবা প্রবাসী আব্দুল্লাহ আল মামুন বলেছে তার মায়ের জন্যই হাদিসের আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।

এদিকে ছেলের মা আরজু আক্তার বলছে তার ছেলের মৃত্যুর জন্য দায়ী বরগুনা সদরের কালাইমুদাফাত এলাকার জাকির কসাইর মেয়ে তানজিলা । ওই মেয়েকে তার ছেলে হাদিসুর রহমান জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। হঠাৎ তাদের ব্রেকআপ হওয়ার জন্যই রাতের আঁধারে নিজ ঘরে ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে ছেলে।

গত ৩ মে শুক্রবার দুপুরে আরজু বেগমের ভাড়াটিয়া বাসা থেকে ১৭ বছর বয়সী যুবক হাদিসুর রহমানের ঝুলন্ত মরা দেহ উদ্ধার করে বরগুনা থানা পুলিশ। লাশ উদ্ধারের চারদিন পর নিহত হাদীসুরের বাবা সৌদি প্রবাসী আবদুল্লাহ আল মামুন তার  তার সাবেক স্ত্রী আরজু আক্তার সহ তিন জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে বরগুনার আদালতে।
/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝