প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৬:৩৬ AM
পশ্চিমা দেশগুলোর অস্ত্রের বাজারে ভারত তাদের নিজের অস্তিত্ব জানান দিল। বিশ্ব বাজারে প্রথমবারের মতো ২১ হাজার কোটি রুপির বেশি অস্ত্র রপ্তানি করেছে ভারত। খবর হিন্দুস্তান টাইমস।
সোমবার এ তথ্য প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেছেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্সে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাতে চাই দেশের যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিতে অভূতপূর্ব সাফল্য পেয়েছি আমরা। চলতি অর্থবছরে ২১ হাজার কোটি রুপির প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি হয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথম।
তিনি আরও জানান, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এবার ৩২.৫ শতাংশ বেড়েছে প্রতিরক্ষাসামগ্রীর রপ্তানি।
/এম আই/