তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় খল অভিনেতা ড্যানিয়েল বালাজি মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৯ মার্চ) রাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
শনিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ড্যানিয়েল। বুকে ব্যথা অনুভব করায় শুক্রবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এ দিন মধ্যরাতে হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।
ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যুর খবর শুনে তার অনুরাগী ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। পরিচালক মোহন রাজা তার এক্স হ্যান্ডলের মাধ্যমে বালাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লিখেছেন, ‘খুবই দুঃখজনক খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনি অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তার আত্মার শান্তি কামনা করি।’
মঞ্চে অভিনয় দিয়ে যাত্রা শুরু ড্যানিয়েল বালাজির। ২০২২ সালের এপ্রিলে ‘মাধাথিল’ চলচ্চিত্রের মাধ্যমে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে তার অভিষেক। তামিল সিনেমায় মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত তাকে। একের পর এক সিনেমায় অভিনয় করে খুব অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করেছিলেন ড্যানিয়েল বালাজি।
তামিল সিনেমা ছাড়াও বেশ কয়েকটি মালায়ালাম, তেলেগু এবং কন্নড় সিনেমায়ও অভিনয় করেছেন ড্যানিয়েল। তার মৃত্যুতে দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
/এমএ/