রবিবার ২৮ এপ্রিল ২০২৪
নরসিংদীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৪:২২ পিএম
নরসিংদী জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা চারু শিল্পীদের আঁকা ছবি নিয়ে ‘চিত্র প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আয়োজন চলবে ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত। 

চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এই প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে চিত্রশিল্পী রবিন বলেন, ‘নরসিংদীর শিল্পীদের আঁকা চিত্র দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন। আমরা চাই এ বছরের ন্যায় প্রতি বছরই এমন আয়োজন করা হোক।’ 

চিত্র প্রদর্শনীতে আসা একজন আইনজীবী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, তা সুন্দর হয়েছে এবং আমি আশা করবো তা প্রতিবছরই অব্যাহত থাকবে।’ 

উল্লেখ্য, সব শ্রেণির মানুষই এই প্রদর্শনীতে আসছেন। বিশেষ করে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দর্শকরা বেশি আসেন। আজকেই শেষ দিন এবং এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসহ তাঁর পরিবারের ইতিহাস-ঐতিহ্য চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। 

/হুমায়ুন/এম/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝