রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৩:১৯ পিএম
সিলেট টেস্টে প্রথম দিন শ্রীলংকাকে ২৮০ রানে অলআউট করার পর স্বাগতিক বাংলাদেশ ৩ উইকেটে ৩২ রান নিয়ে মাঠ ছাড়ে। সেখান থেকে ঘুরে দাঁড়ানো হয়নি। আজ শনিবার প্রথম সেশনে আরো ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১০০ রান তুলতে সমর্থ হয় নাজমুল হোসেন শান্তর দল। ৬ উইকেটে ১৩২ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে আরেকটি ব্যাটিং ধসে ১৫.৩ ওভারের মধ্যে বাকি ৪ উইকেট হারিয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ। ফলে ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে শ্রীলংকা।
 
আগের দিনের ‘নাইটওয়াচম্যান’ তাইজুল ইসলাম বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন। এরপর শেষ দিকে দুই পেসার খালেদ আহমেদ (২২) ও শরিফুল ইসলামের (১৫) ব্যাটে ভর দিয়ে বাংলাদেশের সংগ্রহ দুশর কাছাকাছি পৌঁছে। লংকানদের হয়ে বিশ্ব ফার্নান্দো চারটি এবং কাসুন রাজিথা ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নেন।  
 
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম দিন খালেদ আহমেদ ও নবাগত নাহিদ রানা সমান তিনটি করে উইকেট নিয়ে শ্রীলংকাকে ২৮০ রানে অলআউট করে দেন। নাহিদ রানা ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ২০২ রানের অবিশ্বাস্য এক পার্টনারশিপ ভেঙেছেন, দুজনকেই আউট করেন তিনি। এরপর দ্রুতই অলআউট হয়ে যায় অতিথিরা। যদিও এরপর টাইগারদের টপ অর্ডার গুঁড়িয়ে দেয় সিংহলিজ পেসার বিশ্ব ফার্নান্দো ও কাসুন রাজিথা।
 
আজ সকালে পতন হওয়া তিনটি উইকেটই নেন ওয়ানডে সিরিজে আলো ছড়ানো পেস বোলার লাহিরু কুমারা। তিনি আজ সকালে মাহমুদুল হাসান জয় (১২), শাহাদাত হোসেন (১৮) ও লিটন দাসকে (২৫) সাজঘরে ফেরান। এরপর মেহেদী হাসান মিরাজও (১১) দলকে হতাশ করেন। এরপর ছিল শুধু বোলারদের লড়াই।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝